Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্কাসকে মনে পড়ে আজও ববিতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

১৯৭৩ সালটা ছিলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা’র অভিনয় জীবনের সেরা বছর। কারণ সেই বছরই ববিতা অভিনীত অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমাতে তিনি সৌমিত্র চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয় করে দেশ বিদেশে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। এর পরবর্তী সময়কালে ববিতা যতো সিনেমাতেই অভিনয় করেছেন একটু ভেবে চিন্তে অভিনয় করেছেন। গল্প শুনেছেন মন দিয়ে, চরিত্রের গভীরতা বুঝার চেষ্টা করেছেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত দ্বীলিপ বিশ্বাস পরিচালিত ‘বন্ধু’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের সাথে সম্পৃক্ততা গড়ে উঠে। পরবর্তীতে ১৯৮৪ সালের ২ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘শাস্তি’ সিনেমাতে ববিতা অনবদ্য অভিনয় করেন গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশনায়। পরের বছরই ববিতা অভিনয় করেন গাজী মাজহারুল আনোয়ারের ‘চোর’ সিনেমায়। ১৯৮৫ সালের ২৬ জুলাই ‘চোর’ সিনেমাটি দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পায়। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই ‘চোর’ সিনেমা ব্যবসা করে সাড়ে পাঁচ কোটি টাকার উপরে, জানান গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল। ‘চোর’ সিনেমায় আক্কাস নামের একজন পকেটমারের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন ববিতা। সেই সময় ববিতা’র মাথায় ক্যাপ এবং প্যান্ট শার্ট পরিহিত স্টালিস্ট ববিতা’র অনবদ্য অভিনয় দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিলো। সিনেমাটি আরো অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক রাজ রাজ্জাক, সূচন্দা, সোহেল রানা, প্রয়াত নায়ক জাফর ইকবাল, আড়ালে থাকা নায়িকা রানী, প্রয়াত রাজ, নাসির খান’সহ আরো অনেকে। সিনেমাটিতে ববিতার লিপে ‘আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে’ গানটি সেই সময় সাড়া দেশে আলোড়ন সৃষ্টি করে। গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছিলেন সত্য সাহা। গানটি গেয়েছিলেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা সাবিনা ইয়াসমিন। এই গানটি ছাড়াও এই সিনেমার ‘কেঁদে কেঁদে জীবন যাবে’,‘ ও বাবারে দেইখা যারে ডিসকো ঘোড়ার লাফ’,‘ শোনরে শোনরে আরো শোন, এক চোরের ছেলে বড় হয়ে বাপ মা গেলো ভুলে’সহ বাকী গানগুলোও দারুণ জনপ্রিয়তা পায়।তবে এই মুহূর্তে ববিতা অনেকটাই নেটশনে আছেন। কারণ তার একমাত্র ছেলে আছেন কানাডায়। দুই ভাই ও বোন সূচন্দা আছেন আমেরিকায়। তাদের জন্য তিনি দোয়া চেয়েছেন যেন তারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ‘চোর’ সিনেমাটিতে আক্কাস চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববিতা বলেন,‘ চোর সিনেমাতে অভিনয়ের আগেই গাজী ভাইয়ের প্রযোজনায় এবং নির্দেশনায় আমি অভিনয় করি। শাস্তি’ সিনেমাতে তার নির্দেশনাতেই অভিনয় করি। পরবর্তীতে চোর সিনেমাতে আক্কাস চরিত্রটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই অভিনয় করি। নিজেকে আক্কাসের মতো করে গড়ে তুলতে একটু সময় নিয়েছিলাম। গেটআপ, মেকাপ সবমিলিয়ে আক্কাস’ই যেন আমার মধ্যে পরিপূর্ণ হয়ে উঠেছিলো। আর অভিনয়ে কোনরকম ছাড় দেইনি আমিও। গাজী ভাইও যথেষ্ট সহযোগিতা করেছিলেন। সিনেমাটি মুক্তির পর চারিদিক থেকে আক্কাস চরিত্রটির জন্য বেশ প্রশংসা পেয়েছিলাম। এখনো মাঝে মাঝে টিভিতে, কিংবা ইউটিউবে সিনেমাটি দেখে অনেকেই আক্কাস চরিত্রটির জন্য বেশ আবেগাপ্লুত হয়ে কথা বলেন। এটা সত্যি শুধু আক্কাসই নয়, এমন আরো অসংখ্য চরিত্র করেছি যার জন্য এখনো দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি। তবে এই মুহূতে আল্লাহর কাছে একটি প্রার্থনাই করছি আল্লাহ যেন আমাদেরকে করোনা থেকে মুক্ত রাখেন, আমাদের দেশে করোনা যেন খুব বেশি প্রভাব ফেরতে না পারে। সাধারণ মানুষ যেন যথাযথভাবে তাদের সাহায্য সহযোগিতা পেয়ে বেঁচে থাকতে পারেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ববিতা

১৯ নভেম্বর, ২০২১
৩০ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ