বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ওই ডলফিনটি দেখা যায়।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভোরে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি এখানে ভেসে আসে। খবর পেয়ে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। দু-একদিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। মৃত ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।