Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী সরকার ঘোষিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে গতকাল রোববার সকাল ১০টার দিকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। নদীর সংলগ্ন বাড়ির দিদারুল আলম নামের এক ব্যক্তি সিপাহীর ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে। মৃত ডলফিন কি নদীতে ভেসে আসতে দেখে তিনি একটি উন্নয়ন বেসরকারি সংস্থা আইডিএফকে খবর দেয়। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া উপস্থিত হয়ে মৃত ডলফিনটি পরিদর্শন করেন। মৃত ডলফিনটির গায়ে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওতার ২০ কেজি । গতকাল রোববার আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসে ছিলো এই দিবসে হালদা নদীর মিঠা পানি থেকে মৃত ডলফিন উদ্ধার হালদা নদীর জন্য অশনিসঙ্কেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত ডলফিন উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ