Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫০ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের আবদুল্লাহ আল মুকিম (৩০) ও পাবনা সদর উপজেলার মেহেদী হাসান গালিব (২৮)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মোটরসাইকেলে করে মুকিম ও গালিব ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। তারা মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সীমান্তবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের সামনে পড়ে যান। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল্লাহ আল মুকিম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান মেহেদী হাসান গালিব।

তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যান। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ