Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১ হাজার ৩৮০ কোটি ডলারের বাণিজ্য চুক্তিতে ইউএই-যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্যের মধ্যে ১ হাজার ৩৮০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তিকে দেশ দুটির সম্পর্কের জন্য ঘুরে দাঁড়ানোর বিষয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত সপ্তাহেই চুক্তিটি সই হয়। যুক্তরাজ্য সরকারের অফিস ফর ইনভেস্টমেন্ট ও আবুধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি এ চুক্তি সই করে। এর লক্ষ্য হলো, দেশগুটির মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ স¤প্রসারণ করা। খবর অ্যারাবিয়ান বিজনেস। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে দুই দেশের প্রযুক্তি, অবকাঠামো ও জ্বালানি রূপান্তরসহ বেশকিছু খাতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি জীবনসংক্রান্ত বিজ্ঞান, পরিবেশবান্ধব জ্বালানি ও উন্নত উৎপাদনসংক্রান্ত খাতেও বিনিয়োগ করা হবে। দুবাইভিত্তিক রাষ্ট্রীয় পরামর্শক প্রতিষ্ঠান তাহসিন কনসাল্টিংয়ের সিওও ওয়েস শোয়ালজে বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্যের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় প্রবেশের ইঙ্গিত দিল সংযুক্ত আরব আমিরাত। মহামারীর কারণে এখন আরব আমিরাতের ব্যবসা স¤প্রসারণ করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। পুরনো অংশীদারদের সাথে তো বটেই, পাশাপাশি নতুন অংশীদার যেমন ইন্দোনেশিয়া, তুরস্ক, ইসরায়েল, কেনিয়া, কোরিয়া ও ইথিওপিয়ার মতো দেশের সাথেও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, স্থিতিশীলতা ও খাদ্যনিরাপত্তার বিষয়েও আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে নীতিমালা তৈরির কাজ চলছে। নতুন এ চুক্তি হবে বিনিয়োগের কেন্দ্রীয় প্লাটফর্ম, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বসির জনসন ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। অ্যারাবিয়ান বিজনেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ