বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নজরুল ইসলাম বলেছেন, করোনায় স্থবির হয়ে পড়া পোশাক খাতে রফতানি আদেশ কিছুটা বেড়েছে। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে তা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শনিবার নগরীর খুলশীতে বিজিএমইএ কার্যালয়ে কাস্টমস (বন্ড) ও কাস্টমস (সী) বিষয়ক স্থায়ী কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম বলেন, একদিকে বিদেশি ক্রেতারা পোশাকের ম‚ল্য দিন দিন কমাচ্ছে, অপর দিকে অভ্যন্তরীণ বিবিধ খরচসহ কাস্টমস সংক্রান্ত জটিলতা দিন দিন বাড়ছে। ফলে নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য চালান রফতানি অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।
বিজিএমইএর কাস্টমস (সী) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যন ও সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক এএম শফিউল করিম (খোকন) এবং এম এহসানুল হক বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।