পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
২০২৩ সালের মধ্যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করবে তুরস্ক। বিদ্যুৎ কেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি থেকে ৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর। এক জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মেরসিনে আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ ২০২৩ সালের মে মাস নাগাদ পুরোপুরি শেষ হবে। তিনি এ কাজে যারা বিনিয়োগ এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছেন তাদের তিনি অভিনন্দন জানান। তুরস্ক আরও বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বলে জানান এরদোগান। আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য ২০১০ সালে ১২ মে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় তুরস্কের। অপরদিকে, তুরস্ক মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলো ভালোভাবে সামলাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, আপনি সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকান। আমরা বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে পৌঁছেছি। রফতানি বাড়ছে রেকর্ড পরিমাণে। মহামারিকালের আগের চেয়ে কর্মসংস্থান বাড়ছে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, করোনাভাইরাসের কারণে তুরস্ক বহুবিধ সমস্যায় পড়েছে। এ মহামারিতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সরকার ব্যবসায়ীদের সমর্থনে নানা পদক্ষেপ নেয়। সরকার ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ দিয়েছে। এসময় এরদোগান তার বক্তব্যে ব্যবসায়ীদের সুবিধার জন্য নেওয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন। করোনাভাইরাসে অত্যধিক মাত্রায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে একটি তুরস্ক। দেশটিতে ৬৭ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের। ডেইলি সাবাহর অপর এক খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু। শুক্রবার আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসগ্লু জানান, জাতিসংঘ প্রধানের সঙ্গে বৈঠকে সাইপ্রাস, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এবং আবহাওয়া পরিবতর্নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেননি চাভুসগ্লু। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাবে তুরস্ক। চাভুসগ্লূ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনি লক্ষ্মণ পেইরিসের সঙ্গেও বৈঠক করেছেন। টুইটারে তিনি জানান, ‘ভৌগলিক দূরত্ব থাকা সত্ত্বেও আমরা আমাদের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ আনাদোলু, ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।