বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ব্যক্তি এই অভিযোগ দিয়েছেন।
কয়েক কিস্তিতে টাকা পরিশোধের পরও মোটরসাইকেল ডেলিভারি না দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন চঞ্চল।
জাহাঙ্গীর আলম চঞ্চল জানান, ই-কমার্স ইভ্যালি অনলাইন মার্কেটিং প্রতিষ্ঠান থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কেনার জন্য গত ২৯ মে অর্ডার দেন। কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।
শনিবার কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম এ বিষয়ে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।