Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫১ পিএম

নীলফামারীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গণি (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিহত আব্দুল গণি কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন, উক্ত ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার খোদা বক্সের ছেলে জিকরুল ইসলাম (৩৫), চেয়ারম্যান পাড়া এলাকার ফয়জুল ইসলাম(৩২) ও ইসমাইল হক (৩০)।

শুক্রবার সকালে সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, দুইটি মোটরসাইকেল একই সাথে নীলফামারী থেকে জলঢাকা সড়ক দিয়ে কচুকাটার দিকে। অপরদিক থেকে আসা গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত অপর তিনজন গুরুত্বর আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ