বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস ও কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ভৈরবগামী শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কান্দাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত যনবাহনগুলো সড়িয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।