Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৬ পিএম

ইন্দোনেশিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিখোঁজ রয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছার কিছুক্ষণ আগে এটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাপুয়া পুলিশের মুখপাত্র আহমাদ মোস্তফা কামাল জানান, বিমানবন্দর এলাকায় আবহাওয়া অনুকূলে ছিলো না। রিমবুন এয়ারের টুইন ওটার-৩০০ বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে পাশের একটি গ্রামে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানটি ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিলেও রানওয়ে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। নিখোঁজ তিনজনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

এর আগেও একটি বোয়িং ৭৩৭ বিমান ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয় এবং প্রাণহানি হয়। সূত্র: এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ