Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত মঙ্গলবার ভোরে শেরপুর পৌরশহরের হাজীপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই অজ্ঞাতপরিচয় নারী (৩২) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।

নিহত মহিলা সম্ভবত মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারনা পুলিশের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ