Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে সংঘর্ষ, আহত ১০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৮ পিএম

রোগীর মৃত্যু নিয়ে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে স্বজনরা। এতে উভয়পক্ষের অন্তত আহত হয়েছেন ১০ জন। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঘটে এ ঘটনা। এসএমপির জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে যেয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে পরিস্থিতি। ঘটনার জন্য হাসপাতাল কর্তপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের স্বামী ও ছেলে। তারা বলছে, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এক করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পরিস্থিতি। করোনায় নিহত মহিলার নাম ফুলজান বিবি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ