Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে যেমন দর্শকের ভালবাসা অর্জন করতে হয়, রাজনীতিতেও জনগণের ভালবাসা অর্জন করতে হয়-শাকিল খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

একসময়ের দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিল খান চলচ্চিত্রকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। দীর্ঘদিন তিনি অনেকটা আড়ালে ছিলেন। তবে গত জাতীয় নির্বাচনের সময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব হয়ে উঠেন। খুলনা থেকে প্রার্থী হওয়ার আগ্রহও ব্যক্ত করেছিলেন। তবে নমিনেশন না পেলেও এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসাও করছেন। চিত্রজগত থেকে রাজনীতি অঙ্গণে ব্যস্ততা নিয়ে শাকিল বলেন, আগে ছিলাম রূপালী জগতের বাসিন্দা, এখন রাজনৈতিক জগতের বাসিন্দা। সিনেমা অনেকটা স্বপ্নের মতো, রাজনীতি কঠিন জায়গা। দুই জায়গার সাথে মিল হচ্ছে, জনগণের ভালবাসা অর্জন করতে হয়। তবে আমাকে সবাই চিত্রনায়ক শাকিল খান হিসেবে ভালোবাসেন। আগে যখন কোথাও গেলে দর্শকরা ঘিরে ধরতেন, ছবি তুলতে আগ্রহী হতেন, আজও তা অব্যাহত আছে। কোথাও জনসংযোগ করতে গেলে অনেকেই আমাকে সম্মান করেন। শকিল খান বলেন, রাজনীতিতে এসে আমি অগ্রজদের অনেক সহযোগিতা পাচ্ছি। সবাই আমাকে উৎসাহ দিচ্ছেন। চেষ্টা করছি, জনগণের ভালবাসা অর্জনের। গত নির্বাচনে নমিনেশন না পাওয়া নিয়ে শাকিল বলেন, পার্টি হয়তো আমাকে ঐ আসনে যোগ্য মনে করেনি, তাই মনোনয়ন দেয়নি। হয়তো আগামীতে আমাকে সুযোগ দিতে পারে। সিনেমায় আর কখনো দেখা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে শাকিল বলেন, একেবারেই না। কারণ, এখন পরিবেশ বদলে গেছে। আমি যে সময় সিনেমায় কাজ করতাম তখনকার পরিবেশ আর বর্তমানের পরিবেশে আকাশ পাতাল পার্থক্য। শ্রদ্ধাবোধের জায়গাটা হারিয়ে গেছে। আমাদের সময় শিল্পীরা এক পরিবারভুক্ত হয়ে কাজ করেছি। এখন সবাই বিভক্ত। সব কিছুতেই বিভাজন। এফডিসিতে যত না সিনেমার উন্নতি নিয়ে আলোচনা হয় তারচেয়ে বেশি হয় রেষারেষি। শাকিল বর্তমানে তার পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সুখের সংসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ