Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী শাকিল খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম

ঢাকাই ছবির একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল হিট ছবি উপহার দিয়েছেন তিনি। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী লড়বেন তিনি। শাকিল খান নিজেই (১২ জানুয়ারি) বিষয়টি সাংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই ও নিপুণ প্যানেলের পক্ষ থেকে আমাকে সম্মানের সঙ্গে প্রস্তাবটি দেওয়া হয়। তারপর সব ভেবেচিন্তে রাজি হই। আমার বিশ্বাস তারা সত্যিকার অর্থেই শিল্পীদের পাশে থাকবেন, চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবেন। আমিও যে কোনো বিষয়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘আমি সব সময় মনে করি দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু সেই কাজটি আগে কখনো ঠিকমত করা হয়নি। মাঝে মধ্যে যেভাবে করা হয়েছে সেটাও প্রশ্নাতীত। এছাড়া আরও কিছু বিষয়ে মতের অমিল হওয়ায় আগে কখনো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করিনি।’

শাকিল খান আরও যোগ করেন, ‘আমার ব্যবসা আছে। তাই হয়তো সবসময় সময় দিতে পারবো না। এজন্যই সিদ্ধান্তটা নিতে দেরি হলো। আমি কাঞ্চন ও নিপুণ প্যানেলের একজন সমর্থক হিসেবে কাজ করবো। আমি দোয়া করি এই প্যানেল বিজয়ী হয়ে কমিটিতে আসুক। আমার ধারণা চলচ্চিত্রের প্রায় সব শিল্পীরাই এই প্যানেলকেই চাইবেন। ’

উল্লেখ্য, জনপ্রিয়তা থাকতেই হঠাৎ সিনেমা ছেড়ে দেন শকিল খান। অভিনয় থেকে দূরে সরে নিজ ব্যবসায় মনোনিবেশ করেন তিনি। তবে শিল্পীদের সংগঠন শিল্পী সমিতির অনুষ্ঠানে মাঝে মধ্যে দেখা মিলে তার। আর এবার সেই সংগঠনের সঙ্গেই যুক্ত হতে চাচ্ছেন তিনি।

এরআগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন না করলেও ছাত্রলীগের হয়ে নির্বাচন করার অভিজ্ঞতা আছে সুদর্শন নায়ক শাকিল খানের। এক সময় তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ভিপি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ