Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখমুখরিত নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, উচ্ছুসিত শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৮ পিএম

দীর্ঘ আঠার মাস পর শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা। মুখে মাস্ক, চোখে আনন্দের ঝিলিক। শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফুল, বেলুন, শরতের ঘুড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। একই সাথে তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্যানিটাইজার, শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও ছিল।

রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পর থেকে সরকারি গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়নে ব্যস্ত সময় পার করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষার্থীদের পাঠ্যসূচি তৈরী, শিক্ষা প্রতিষ্ঠান ধুয়ে-মুছে পরিষ্কার করা, স্যানিটাইজেশনের ব্যবস্থা করাসহ বিভিন্ন কাজে তারা ব্যস্ত ছিলেন।
এদিকে জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাস্ক ছাড়াই শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেখা যায়। তবে স্কুল কর্তৃপক্ষ তাদের মাস্ক পরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে স্কুল ইউনিফর্ম ছোট হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী তা পরে স্কুলে যেতে পারেনি
নগরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আনন্দিত শিক্ষকরাও।নারায়ণগঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালের স্কুলের শিক্ষার্থী শুভ বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। স্কুলে এসে আবার পড়াশোনা হবে, বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবো, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে ভেবেই ভালো লাগছে।
স্কুল খোলায় খুশি হলেও একসাথে বসতে না পেরে কিছুটা মন খারাপ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আশার। তিনি বলেন, আগে তারা প্রতিদিন একই বেঞ্চে কয়েকজন বসতে পারতো। কিন্তু এবার সবাইকে আলাদা আলাদা বসতে হচ্ছে, তাই তার খারাপ লাগছে।
নারায়ণগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ইসরাত বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের খবর আমরা নিয়মিত পড়েছি, এতো দ্রুত ক্লাসে ফিরতে পারবো এটা ভাবতে পারিনি। কলেজের জীবনটা মিস হয়ে যাচ্ছিল, অল্প সময়ের জন্য হলেও সেটি আবার উপভোগ করতে পারবো -এটার জন্য ভালো লাগছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম মাহফুজুর রহমান বলেন, নারায়ণগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ