গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গত শনিবার রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলটির সংসদ সদস্যরা (এমপি)। কথামতো পরদিন (রোববার) দলটির বিএনপির পাঁচ এমপি স্বশরীরে উপস্থিত হয়ে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিএনপি দলীয় অন্য দুই এমপিদের একজন দেশের বাইরে থাকায় এবং অন্যজন অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন বাকি এমপিরা। তারা পরে নিজেরা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। তাদের আবেদনপত্র দুটিও যাচাই-বাছাই করার কথা জানিয়েছেন স্পিকার।
রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সাত এমপি'র পদত্যাগকে যদিও আওয়ামী লীগের নেতারা গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করছেন, কিন্তু এই ঘটনাটি এখন দেশজুড়ে সর্বত্র আলোচিত হচ্ছে। শুধু তাই নয়, ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে গঠিত 'জাতীয় ঐক্যফ্রন্ট' এর অন্য যে প্রার্থীরা জোটের, মূলতঃ মাঠে বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন তারাও সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতুহল।
ওই নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীক (বিএনপির দলীয় প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছিলেন। এখন বিএনপির এমপিদের পদত্যাগের পর নিজের অবস্থান জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, "আমিতো বিএনপি করি না।" কিন্তু, আপনারাতো একই জোটে ছিলেন বলতেই তিনি বললেন, "ঐক্যফ্রন্ট এখন নাই। এটা চার বৎসর আগেই শেষ হয়ে গেছে। সেটা ছিল ড. কামাল হোসেনের নেতৃত্বে, স্বাধীনতার সংবিধানের ভিত্তিতে। সেই ঐক্যফ্রন্টে আমি ছিলাম ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি।
বিএনপি এসে ওই ঐক্যফ্রন্টে যোগদান করেছিল৷ আমি যেমন ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলাম। সেখানে গণফোরাম ছিল, অন্যান্য দলও ছিল। কাজেই আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই।" পদত্যাগের বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসছে স্মরণ করিয়ে দিতেই সুলতান মনসুর বলেন, "বিএনপি যারা করে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমিতো আর বিএনপি করিনা।" আপনি বিএনপি না করলেও আপনারাতো আওয়ামী লীগের জোটেও নেই? "আমিতো সেটা বলছি না। কিন্তু, আমি জাতির পিতার রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী। সেই আলোকেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কাজেই জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না।"
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।