Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগের প্রশ্নই আসে না: সুলতান মনসুর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১১:৩৪ এএম

গত শনিবার রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলটির সংসদ সদস্যরা (এমপি)। কথামতো পরদিন (রোববার) দলটির বিএনপির পাঁচ এমপি স্বশরীরে উপস্থিত হয়ে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিএনপি দলীয় অন্য দুই এমপিদের একজন দেশের বাইরে থাকায় এবং অন্যজন অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন বাকি এমপিরা। তারা পরে নিজেরা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। তাদের আবেদনপত্র দুটিও যাচাই-বাছাই করার কথা জানিয়েছেন স্পিকার।

রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সাত এমপি'র পদত্যাগকে যদিও আওয়ামী লীগের নেতারা গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করছেন, কিন্তু এই ঘটনাটি এখন দেশজুড়ে সর্বত্র আলোচিত হচ্ছে। শুধু তাই নয়, ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে গঠিত 'জাতীয় ঐক্যফ্রন্ট' এর অন্য যে প্রার্থীরা জোটের, মূলতঃ মাঠে বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন তারাও সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতুহল।

ওই নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীক (বিএনপির দলীয় প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছিলেন। এখন বিএনপির এমপিদের পদত্যাগের পর নিজের অবস্থান জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, "আমিতো বিএনপি করি না।" কিন্তু, আপনারাতো একই জোটে ছিলেন বলতেই তিনি বললেন, "ঐক্যফ্রন্ট এখন নাই। এটা চার বৎসর আগেই শেষ হয়ে গেছে। সেটা ছিল ড. কামাল হোসেনের নেতৃত্বে, স্বাধীনতার সংবিধানের ভিত্তিতে। সেই ঐক্যফ্রন্টে আমি ছিলাম ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি।

বিএনপি এসে ওই ঐক্যফ্রন্টে যোগদান করেছিল৷ আমি যেমন ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলাম। সেখানে গণফোরাম ছিল, অন্যান্য দলও ছিল। কাজেই আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই।" পদত্যাগের বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসছে স্মরণ করিয়ে দিতেই সুলতান মনসুর বলেন, "বিএনপি যারা করে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমিতো আর বিএনপি করিনা।" আপনি বিএনপি না করলেও আপনারাতো আওয়ামী লীগের জোটেও নেই? "আমিতো সেটা বলছি না। কিন্তু, আমি জাতির পিতার রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী। সেই আলোকেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কাজেই জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না।"



 

Show all comments
  • Md. Tazuddin ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পিএম says : 0
    You Sultan Monshur is great betrayer like Mirjafor. I think you are worst than Kh. Mustak.
    Total Reply(0) Reply
  • jack ১৩ ডিসেম্বর, ২০২২, ১১:৫৬ এএম says : 0
    Sultan mansur is tame servant of awameleague
    Total Reply(0) Reply
  • Huda ১৩ ডিসেম্বর, ২০২২, ১১:৫৯ এএম says : 0
    পদত্যাগের প্রশ্নই আসে না: সুলতান মনসুর আপনার জবাব সাকিব খানের বিয়ের মত !! নির্বাচনের সময় বিএনপি লোকদের সামনে কি কি কথা বলে ভোট চেয়েছেন সব মিডিয়া রেকর্ড আছে.
    Total Reply(0) Reply
  • Md. Tazuddin ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০৭ পিএম says : 0
    He is broker
    Total Reply(0) Reply
  • Mosharof Habib ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:১০ পিএম says : 0
    আপনি তো বিএনপির ধানের শীষ দ্বারা বিজয়ী হয়েছেন। নয়তো তো মেম্বারও হতে পারবেন না। বিশ্বাস না হলে এবার দারিয়ে দেখেন।
    Total Reply(0) Reply
  • Akash ১৪ ডিসেম্বর, ২০২২, ১১:৩১ পিএম says : 0
    সুলতান মোহাম্মদ মনসুর একজন জাতীয় বেইমান একটা মির্জাপর লোক কাজী আর সেই কৌশল কাজে আসবেনা আগামী নির্বাচনে সাধারণ জনগণ থাকে থুতু দিবে ভোট নয়
    Total Reply(0) Reply
  • Akash ১৪ ডিসেম্বর, ২০২২, ১১:৩১ পিএম says : 0
    সুলতান মোহাম্মদ মনসুর একজন জাতীয় বেইমান একটা মির্জাপর লোক কাজী আর সেই কৌশল কাজে আসবেনা আগামী নির্বাচনে সাধারণ জনগণ থাকে থুতু দিবে ভোট নয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণফেরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ