Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভি ও হাইব্রিড উৎপাদন বাড়াচ্ছে ফেরারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

কার্বন নিঃসরণ বন্ধে অটোমোবাইল শিল্পের ওপর চাপ বাড়ছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও জীবাশ্ম জ্বালানি ছেড়ে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে ঝুঁকছে। এরই অংশ হিসেবে বহরে ইভি ও হাইব্রিড গাড়ি উৎপাদনের হিস্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেরারি। খবর এপি। ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ফেরারির ৪০ শতাংশ মডেল ইভি এবং ৪০ শতাংশ মডেল হাইব্রিড গাড়ি হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনা নিশ্চিত করেছেন, প্রথম বিদ্যুচ্চালিত মডেল ২০২৫ সালে উন্মোচন করা হবে। গাড়িটির সরবরাহ শুরু হবে পরের বছর। বর্তমানে ফেরারির মাত্র চারটি মডেল বা পুরো বহরের ২০ শতাংশ গাড়ি হাইব্রিড। প্রথম হাইব্রিড মডেল লা ফেরারি ২০১৩ সালে বাজারে ছাড়া হয়েছিল। সীমিত সংস্করণের এ গাড়ি ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়। প্রযুক্তি উদ্যোক্তা বেনেদেত্তো ভিনা নয় মাস আগে ফেরারির সিইও হিসেবে যোগ দিয়েছেন। তার মতে, বিদ্যুচ্চালিত গাড়িতে স্থানান্তরের কৌশলটি অত্যন্ত প্রাসঙ্গিক। কেবল নিঃসরণ বিধির কারণে নয়, বর্তমান বিশ্বের জন্য এটি খুবই প্রয়োজনীয়। আমরা বিশ্বাস করি, বিদ্যুচ্চালিত ইঞ্জিনের মাধ্যমেও আমরা গাড়ির কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারব। এটি হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা প্রমাণও করেছি। ফেরারি তার মডেল প্রসারিত করার সঙ্গে সঙ্গে আগামী সেপ্টেম্বরে দীর্ঘ প্রতীক্ষিত পুরোসাংগুয়ে এসইউভি গাড়িটি উন্মোচন করার ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে ফেরারি ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে ১৫টি নতুন মডেল উন্মোচনেরও লক্ষ্য নিয়েছে। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ