মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাম্প্রতিক রাজনৈতিক সংকট সমাধানে সাংবিধানিক শৃংখলা ফিরিয়ে আনতে পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপের মধ্যে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, তার দেশ বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। শুক্রবার এক বিবৃতিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর রয়টার্সের। তার ক্ষমতা দখলকে বিরোধীরা ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিলেও সাঈদ তা অস্বীকার করেন। প্রেসিডেন্টের দাবি, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য এমন পদক্ষেপের প্রয়োজন ছিল। বিবৃতিতে কায়েস সাঈদ বলেন, তিউনিসিয়ার সার্বভৌমত্ব এবং তার জনগণের পছন্দ আন্তর্জাতিক অংশীদারদের সাথে আলোচনা করা হয়নি এবং কোনো পক্ষের সাথে আলোচনার বিষয় হবে না। তিউনিসে সফর করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, কায়েস সাঈদকে তিউনিসিয়া নিয়ে ইউরোপের উদ্বেগের বিষয় জানানো হয়েছে। দেশটিতে নতুন সরকার প্রধান নিয়োগ ও সাংবিধানিক শৃংখলা ফিরিয়ে আনতে সম্প্রতি জি-সেভেনের দেশুগুলোর রাষ্ট্রদূতরা সাঈদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পর প্রায় ছয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও কায়েস সাঈদ নতুন কোনো সরকার গঠন করেননি বা এ সম্পর্কে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে কিছুই জানাননি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।