Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭০ যাত্রীসহ মাঝ নদীতে নৌকাডুবি আসামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

ভারতের আসামে ব্রহ্মপুত্র নদে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এদিন স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মাঝ নদীতে দুই নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অপেক্ষাকৃত ছোট নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ নিখেঁাজ রয়েছে কমপক্ষে আরও ৩০ জন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিখেঁাজ ব্যক্তিদের সন্ধানে ব্রহ্মপুত্র নদে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকাজে যুক্ত হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফের টিম। নদের প্রবল স্রোতে কেউ ভেসে গেছে কিনা সেদিকে খেয়াল রাখা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের রাজ্য সিইও জিডি ত্রিপাঠি জানিয়েছেন, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। রাত সাড়ে ৮টা পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে উদ্ধার হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১০—১২ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার ছোট নৌকাটি বেসরকারি আর বড়টি ছিল আসাম পানিপথ দফতরের। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মাঝিরাই প্রথমে উদ্ধার তৎপরাত শুরু করে। পরে পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছায়। টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আসামে নৌকাডুবির ঘটনায় তিনি মর্মাহত। যাত্রীদের উদ্ধারে কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবিসি, হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ