Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননকে জ্বালানি সহায়তা দেবে প্রতিবেশী তিন দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননকে জ্বালানি সহায়তা দেয়ার জন্য প্রতিবেশী তিন দেশ সম্মত হয়েছে। বুধবার জর্দানের রাজধানী আম্মানে লেবাননের সাথে মিসর, সিরিয়া ও জর্দানের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশ এই সহায়তা দেয়ার বিষয়ে একমত হয়। মিসরের তেল ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রী তারেক আল—মোল্লা বলেন, তার দেশ লেবাননে যত শিগগির সম্ভব গ্যাস সরবরাহে প্রস্তুত রয়েছে। লেবাননের বিদ্যুৎ উৎপাদনের চাহিদা মেটাতে জর্দান ও সিরিয়া হয়ে পাইপলাইনের মধ্য দিয়ে মিসর জ্বালানি গ্যাস সরবরাহ করবে। তবে এক দশকের গৃহযুদ্ধে সিরিয়ার মধ্য দিয়ে যাওয়া পাইপলাইন ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ শুরু করতে বিলম্ব হবে। এর আগে লেবাননের অর্থনীতিকে জোরদার করার জন্য সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর জন্য আরব প্রতিবেশিদের অনুমতি দেয় মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সে সিরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে বলা হয়, দামেস্ক এই ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। লেবাননে অর্থনৈতিক সংকটের জেরে দেশটিতে জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতির সৃষ্টি হয়েছে। এর ফলে চিকিৎসা ও হাসপাতালসহ বিভিন্ন সেবা কার্যক্রম দেশটিতে স্থবির হয়ে পড়েছে। এদিকে বুধবার লেবাননের জ্বালানিমন্ত্রী রিমন্ড গাজার জানান, বর্তমানে লেবাননের চার শ› ৫০ মেগাওয়েটের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ৬০ কোটি কিউবিক মিটার গ্যাস প্রয়োজন হবে। তবে প্রয়োজনীয় এই গ্যাস সরবরাহের জন্য জর্দান ও সিরিয়ার মধ্য দিয়ে যাওয়া নির্ধারিত পাইপলাইনটি দামেস্কের ‹সন্ত্রাসী হামলায়› ধ্বংস হয়। মিডল ইস্ট আই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ