Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতার উপ—নির্বাচন সংবিধান বিরোধী অভিযোগে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো নির্বাচনে জেতা বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের। স¤প্রতি কলকাতার ভবানীপুরের একটি আসনে উপ—নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এখানেই লড়বেন মমতা। তবে এ উপ—নির্বাচন সংবিধানবিরোধী— এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাটি গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বলা হয়, বৃহস্পতিবার এই মামলার আবেদনের শুনানিতে মামলাকারী আইনজীবী সব্যসাচী বলেন, ‘মুখ্যসচিব শুধু একটি চিঠি লিখেছিলেন কমিশনকে। কেন কোনো রাজ্যের মুখ্যসচিব একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য ভোট চাইলেন? মুখ্যমন্ত্রী কে হবেন, সেটি তো মুখ্যসচিব ঠিক করতে পারেন না। শুধুমাত্র তার চিঠির প্রেক্ষিতেই কেন ভোটের দিন ঠিক করা হল? এখনও তো অন্য চারটি কেন্দ্রে উপনির্বাচন বাকি আছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ