Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক নাটকের মান কমে যাওয়ায় অনেকে অভিনয় কমিয়ে দিয়েছেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

এখন বেশিরভাগ অভিনয়শিল্পীরা ধারাবাহিক নাটকে অভিনয় করতে আগ্রহী নয়। ভাঁড়ামোপূর্ণ, মানহীন গল্প আর অযথা গল্প টেনে নেয়ার কারণে তারা ধারাবাহিকে অভিনয় করতে চাচ্ছেন না। নতুন প্রজন্মের শিল্পীরাও ধারাবাহিকের চেয়ে একক নাটকে অভিনয় করতে আগ্রহী। এক্ষেত্রে কারণটা ভিন্ন। একক নাটকগুলোর বেশিরভাগই ইউটিউবে প্রচার করা হয়। অল্প সময়ে বেশি ভিউ পাওয়ার আশায় নতুনরা একক নাটকে অভিনয়ে বেশি আগ্রহী। তবে মূল কারণ ধারাবাহিকের মানহীন গল্প শিল্পীদের অনাগ্রহী করে তুলেছে। বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত বলেন, ধারাবাহিক নাটকের এই অবস্থার জন্য দায়ী চ্যানেল কর্তৃপক্ষ। তারা নির্ধারণ করে দেয় কি ধরনের নাটক বানাতে হবে। নির্মাতার এখানে স্বাধীনতা বা ভিন্ন চিন্তা করার সুযোগ খুব কম থাকে। এখন ধারাবাহিক মানে কমেডি বা হাস্যরসাত্মক হতে হবে। এই কমেডি করতে গিয়ে ভাঁড়ামো বেশি হচ্ছে। গল্পের কোনো শক্ত গাঁথুনি নেই। দর্শক ধরে রাখার মতো কোনো মোচড় নেই। তিনি বলেন, নাটকের মান নির্ধারণের জায়গা চ্যানেলগুলো। কিন্তু সেখানে এ নিয়ে কোনো চিন্তাভাবনা করা হয় বলে মনে হয় না। যেহেতু চ্যানেলগুলোই ধারাবাহিক প্রচার করে, ফলে এর মান নিয়ে তাদেরই ভাবতে হবে। অবশ্য খারাপ নাটক তারা পয়সা দিয়ে কিনলে কিছু বলার নেই। তিনি বলেন, সব কিছুর বাজেট বাড়ছে। অথচ নাটকের বাজেট নিচের দিকে। যার জন্য অনেক নির্মাতাই ভালোভাবে নাটক নির্মাণ করতে পারেন না। বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান বলেন, আগে শিল্পীরা বেশি পরিচিতি পেতেন ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। এই সময়ে উল্টোটা হচ্ছে। অনেকে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ার জন্য একক নাটককে গুরুত্ব দিচ্ছে। এছাড়া ধারাবাহিকেও এখন আর আগের মতো ভালো গল্প পাওয়া যায় না। ফলে প্রকৃত শিল্পীরা এখানে কাজ করার আগ্রহ হারাচ্ছেন। এক সময় অভিনেত্রী অহনাকে ধারাবাহিকেই বেশি অভিনয় করতে দেখা যেত। বিগত দুই বছর ধরে নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বলে জানান। তিনি বরেন, একটানা অনেক বছর ধারাবাহিক নাটকে কাজ করেছি। একটা সময় এসে মনে হয়েছে সব একই রকমের গল্প। কোনো নতুনত্ব নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, একই ধরনের গল্পে বারবার অভিনয় করব না। একারণে নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছি না। চাহিদা সম্পন্ন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও এখন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না। তিনি বলেন, আমি খন্ড নাটকে বেশি অভিনয় করি। এর কারণ, এসব নাটকে যে চরিত্রে অভিনয় করেছি তাতে বৈচিত্র ছিল। দর্শকও পছন্দ করেছে। অন্যদিকে, ধারাবাহিকের নাটকে তেমন কোনো চরিত্র পাওয়া যায় না। গতানুগতিক গল্পের নাটক বেশি। তবে অভিনয় করার মতো গল্প ও চরিত্র পেলে অবশ্যই ধারাবাহিক নাটকে অভিনয় করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ