Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলে নিয়ে অসন্তুষ্ট বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

টি—টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে বড় কোনো চমক না থাকলেও বিশ্বকাপের এই স্কোয়াড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাবর আজম। ধারনা করা হচ্ছে, বিশ্বকাপের জন্য দল নির্বাচনে বাবরের মতের গুরুত্ব পায়নি। দলের সা¤প্রতিক সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডে কিছু পরিবর্তন এসেছে। কিছু খেলোয়াড় যারা দীর্ঘদিন ধরে টি—টোয়েন্টি সংস্করণে খেলেননি, তারা দলে জায়গা পেয়েছেন, যা পাকিস্তান অধিনায়ক বাবরের পছন্দ হয়নি। ক’দিন আগেই পাকিস্তানের হয়ে টি—টোয়েন্টিতে অভিষেক হওয়া আজম খান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন শোয়েব মাকসুদ। এই দু’জনকে দলে চাননি বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি রমিজ রাজার প্রভাবে আজম ও মাকসুদকে দলে নেওয়া হয়েছে বলে দেশটির ক্রিকেটপাড়ায় গুঞ্জণ আছে।
স্কোয়াডে জায়গা না পাওয়া ফাহিম আশরাফকে দলে নিতে সুপারিশ করেছিলেন বাবর। তবে তা গ্রহণ করেনি বোর্ড। এ নিয়েও চাপা ক্ষোভ রয়েছে পাকিস্তান অধিনায়কের। এদিকে বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে ফখর জামানকে। যদিও সেই তালিকাতেই ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তবে বাবর সুপারিশ করায় তাকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বিবেচনায় রেখেছে। এই সবকিছু নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন বাবর।
আগামী অক্টোবর—নভেম্বরে টি—টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দলের বিপক্ষে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। এর আগে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি—টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

 



 

Show all comments
  • MD.Belal Hossain ৯ সেপ্টেম্বর, ২০২১, ১:০০ এএম says : 0
    Fakhar jaman & azom right Choice. L
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবর

৬ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২২
৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ