পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় ভোজ্যতেল, নিত্যপণ্যের দোকান এবং ফার্মেসীসহ ১৫০টি প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
এদিন ঢাকা মহানগরীর ডেমরা ও ধানমন্ডি এলাকায় অধিদফতরের ৪টি টিম থেকে নিত্যপণ্যের প্রতিষ্ঠান, ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসী, সু ফ্যাক্টরি, ফিলিং স্টেশন ও মিষ্টির কারখানায় অভিযান পরিচালিত হয়।
ঢাকার বাইরে অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের নেতৃত্বে বিভিন্ন বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকারবিরোধী অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। সারাদেশে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৫০টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা আইন মেনে ও নৈতিকতা বজায় রেখে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। অনৈতিকভাবে ভোক্তা স্বার্থবিরোধী ব্যবসায়ীক কার্যক্রমের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান/তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।