Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সউদী বাদশাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সউদী আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক খালিদ বিন কারার আল—হারবিকে বরখাস্ত করেছেন সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মঙ্গলবার এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়। সউদী প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু। ওই ডিক্রিতে হারবিসহ ১৯ জনের কথা উল্লেখ করা হলেও বাকিদের সম্পর্কে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ভিত্তি করে হারবিকে বরখাস্ত করা হয় বলে জানানো হয় সউদী প্রেস এজেন্সির খবরে। জননিরাপত্তা বিভাগের পরিচালক হারবির বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ওই ডিক্রিতে অ্যান্টি করাপশন অথরিটিকে হারবি ও তার সঙ্গে জড়িতদের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আনাদোলু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী বাদশাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ