মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে তালেবানের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন নিশ্চয়ই একটা উপায় বের করবে। তালেবান আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার একথা বলেন বাইডেন। চীন তালেবানকে অর্থায়ন করতে পারে— এনিয়ে উদ্বিগ্ন কিনা জানতে চাইলে জো বাইডেন বলেন, ‘তালেবানের সঙ্গে চীনের সত্যিকার সমস্যা রয়েছে। সেকারণে তারা তাদের সঙ্গে কাজ করার কোনও একটা উপায় বের করবে, আমি নিশ্চিত। যেরকম পাকিস্তান করেছে, রাশিয়া করেছে, ইরান করেছে। এখন কী করা হবে তা নির্ধারণের চেষ্টা করছে তারা।’ যুক্তরাষ্ট্র এবং তাদের সাতটি মিত্র দেশ তালেবানের সঙ্গে তাদের পদক্ষেপ সমন্বয় করতে সম্মত হয়েছে। আফগান সরকারের রিজার্ভ আটকে দিয়েছে ওয়াশিংটন। নারী অধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি তালেবানের শ্রদ্ধা দেখার পরই এসব রিজার্ভ ছাড় করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ আটকে রাখার কারণে ক্ষতি তালেবান এড়াতে পারবে যদি চীন, রাশিয়া বা অন্য কোনও দেশ তাদের অর্থায়ন করে। গত ২৯ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকা আর তাদের ইতিবাচক নির্দেশনা দেওয়া। চীন আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবে গত জুলাইতে তালেবানের অন্যতম নেতা মোল্লা বারাদারের সঙ্গে বৈঠক করেছেন ওয়াং ই। এদিকে, শক্তিশালী ঘূর্ণিঝড় আইডায় ক্ষতিগ্রস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্ক পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘূর্ণিঝড় আইডাকে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী করেন প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি প্রবল ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউ ইয়র্ক, লুইজিয়ানাসহ আরও বেশি কিছু জায়গা। ভেঙে যায় বহু ঘর—বাড়ি। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান জো বাইডেন। সামনের ঝড় মোকাবিলায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের অবকাঠামো মজবুত করে তৈরি করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। নিউ জার্সিতে এক ব্রিফিং—এ তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় অতিরিক্ত তাপমাত্রা বয়ে যাচ্ছে। আমরাই পারি খারাপ পরিস্থিতি ঠেকাতে। ঘূর্ণিঝড় আইডার আঘাতে নিউ জার্সিতে ২৭ জন মারা গেছেন। আর নিউ ইয়র্কে ১৩। অঙ্গরাজ্যটির প্রশাসন জানিয়েছে এখনও ৪ জন নিখেঁাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।