বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাইয়ে উপজেলার ডাকঘর (কমলদহ) এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর (কমলদহ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে চালকের নাম আতিয়ার বিশ্বাস (৫০)। তিনি মাগুরা জেলার শালিকা থানার সীমাখানি গ্রামের মৃত সোবহান বিশ্বাসের ছেলে। তার সহযোগী (হেলপার) ফরিদুল ইসলাম (২৬)। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার ঘড়ি বাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আহত পথচারী মো. রায়হান (১৭) মীরসরাই উপজেলার ডাকঘর এলাকার হাজী সাইফুল হকের ছেলে।
জানা গেছে, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ডাকঘর (কমলদহ) মহাসড়কের পাশে দাড়িয়ে থাকলে আরেকটি কাভার্ডভ্যান পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সামনের কাভার্ডভ্যানটি উল্টে যায়। পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে ঘনাস্থলেই চালক ও সহকারী নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির ফারুক জানান, আইনি প্রত্রিুয়ার পর মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।