Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা মামুনুল হককে অসম্মানজনক ভাবে কোর্টে হাজির করায় আইম্মা পরিষদের ক্ষোভ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৯ পিএম

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় আজ সোমবার গোয়ালখালী মাদ্রাসায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। আগামী ৮ সেপ্টেম্বর আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার ২০২১-২০২২ সেশনের নূতন কমিটি গঠন ও সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন মাওলানা মামুনুল হককে যেভাবে অপমানজনক অবস্থায় আদালতে হাজির করা হয়েছে তা খুবই দুঃখজনক, এটা গোটা আলেম সমাজকে ব্যথিত করেছে। তাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরানো হয়েছে যা কিনা শীর্ষ সন্ত্রাসীদের পরানো হয়। কিন্তু আমরা কিছু আগে দেখলাম মাদক মামলায় পরিমনি গ্রেফতার হয়েছিল, সে অল্প কয়েকদিনের মধ্যে বিজয়ী বেশে মুক্তি পেয়েছেন। আমরা শীর্ষ নিরপরাধ আলেমদের মুক্তির দাবি করছি।

সভায় উপস্থিত ছিলেন ও বিবৃতি দাতারা হলেন মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী আব্দুর রহিম, মাওলানা মুমতাজুল করিম, মুফতী হাফিজুর রহমান, মাওলানা মুজাফ্ফার হুসাইন, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মেসবাহউদ্দিন, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আওসাফুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হাফিজুর রহমান, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী শেখ আমীরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইম্মা পরিষদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ