Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসৎ নেতৃত্ব থেকে সমাজকে রক্ষা করতে হবেস -ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ৫:২৯ পিএম

ইসলামী বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, অসৎ নেতৃত্বের নিকট রাষ্ট্র বন্দী থাকার কারণে দেশে অশান্তি বৃদ্ধির ফলে দিন দিন খুন, ধর্ষণ, সন্ত্রাস, হানাহানি এবং জুলুম-নির্যাতন বেড়ে চলছে। তিনি এ অবস্থার পরিবর্তন ঘটাতে দেশের আলেম সমাজকে সমাজকর্মীর ভূমিকা পালন করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‘জাতীয় নির্বাহী কমিটি’ ঘোষণা উপলক্ষ্যে গতকাল আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি উপরোক্ত কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান প্রমূখ।

আলোচনা সভায় পীর সাহেব চরমোনাই আরো বলেন, নায়েবে নবী হিসেবে সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাওলানা নূরুল হুদা ফয়েজী, পীর সাহেব কারীমপুরকে সভাপতি, বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদকে সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা মাওলানা খালেদ সাইফুল্লাহ, মালিক আব্দুল হাফিজ মক্কী রহ.-এর খলিফা ড. মাওলানা মোস্তাক আহমদ, এম এ এইচ কলেজ, চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন ও জামিয়াতুসসুন্নাহ মাদারীপুরের মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদীকে সহ-সভাপতি এবং ফজলুল উলূম জহিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জাতীয় নির্বাহী কমিটির ৮৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, রামপুরা মাদরাসা, ঢাকা। সহ-সাধারণ সম্পাদক ড. মাওলানা মুহিব্বুল্লাহ, সহযোগী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি, ড. মাওলানা বেলাল নূর আজিজী, বিভাগীয় প্রধান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, কক্সবাজার, মাওলানা আলী আহমদ, পীর সাহেব, চন্ডিবর্দী, মুফতি কেফায়েত উল্লাহ কাশফী, মুহতামিম, বাহরুলুল উলূম, ঢাকা। সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সিরাজ, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসায়ে নূরে মদীনা, সাভার। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, গাজীপুর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, চট্টগ্রাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজ্জাম্মিল হক কাসেমী, খুলনা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বগুড়া, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, সিলেট, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মান্নান, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম মাওলা ভুইয়া, মোমেনশাহী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা হেলাল উদ্দীন সহ অন্যান্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ