Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজা, মুখপাত্রকে হারিয়ে আলোচনায় রাজি মাসুদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৬ এএম | আপডেট : ১০:৩৩ এএম, ৬ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের কাছে হার না মানার অঙ্গীকার করা ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) নেতা আহমেদ মাসুদ শান্তি আলোচনায় রাজি বলে জানিয়েছেন।

যুদ্ধে এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতি এবং নিজের ভাতিজা জেনারেল আবদুল উদোদ জারা নিহতের পর সুর নরম করেছেন তিনি।

এদিকে হেলিকপ্টার থেকে হামলার পর আরেক বিদ্রোহী নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে নিজ বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

তালেবানের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাঞ্জশির প্রদেশের সাতটি জেলার সবক’টির দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। তারা এখন প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ পেতে লড়াই চালিয়ে যাচ্ছে।

দৃশ্যত যুদ্ধে অনেকটা কোণঠাসা আহমেদ মাসুদ শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন।

এক ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, সংকট সমাধানে ধর্মীয় নেতারা সংলাপের যে প্রস্তাব দিয়েছেন, সেটা তিনি স্বাগত জানান।

আহমেদ মাসুদ বলেন, ‘দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় তালেবান পাঞ্জশির এবং পার্শ্ববর্তী বাঘলান প্রদেশের আন্দারাব জেলায় সামরিক অভিযান এবং হামলা বন্ধ করলে, এনআরএফ হামলা বন্ধে প্রস্তুত আছে।’

অবশ্য এনআরএফ নেতার বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় বলে জানিয়েছিল।



 

Show all comments
  • Mizan ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০২ পিএম says : 0
    মাসুদ এখন মাইনকার চিপায়।
    Total Reply(0) Reply
  • Mohi Uddin ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০২ পিএম says : 0
    একটা উগ্রবাদী দেশের সরকারের আশির বাদে গাধা হয়ে জল গোলা পানি খেয়ে শান্তি চান মাসুদ, ওকে চরম শিক্ষা দেওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • Asadul Ali ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৩ পিএম says : 0
    গাঁধা পানি খায় ঘুলিয়ে, মাসুদ ভালো হয়ে গেছে
    Total Reply(0) Reply
  • রবিউল হোসেন ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৪ পিএম says : 0
    এই হচ্ছে দালালদের করুন পরিণতি
    Total Reply(0) Reply
  • জসিম ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৪ পিএম says : 0
    আগে রাজি হলে তাদেরকে হারাতে হতো না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবানে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ