পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তালেবানের সঙ্গে সাময়িক ও নিঃশর্ত অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। রমজান মাসের শেষ এবং ঈদের কথা মাথায় রেখে এ ঘোষণা দেয়া হয়েছে। আশরাফ গনি জানান, আগামী ২০ জুন পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে, তবে আইএসসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। রয়টার্স জানিয়েছে, তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান সরকারের অভ্যন্তরেও এ নিয়ে দ্বিমত রয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দেয়ার পর একটি টুইট করে তিনি লিখেছেন, ‘এ অস্ত্রবিরতি তালেবানের উপলব্ধির জন্য একটি সুযোগ। তাদের উপলব্ধি করতে হবে যে সহিংস প্রচারণা দিয়ে হৃদয়কে জয় করা যায় না বরং তা আরও বিচ্ছিন্ন হয়ে যায়।’ আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।