Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করলেই কঠোর ব্যবস্থা : সিটি মেয়র

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ পিএম

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা শান্তিপূর্ণ সহাবস্থানকে অশান্ত করতে নানা চক্রান্ত করছে। তাদের থেকে সকল অসাম্প্রদায়িক মানুষকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। ইউপি নির্বাচনে তিনি যা সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত যারা মানবে না তারা দলের সদস্য থাকতে পারবে না। সুতরাং যারাই নৌকার বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার হবে। আজ রোববার দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

সভায় মহানগরের যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনকে আহবান জানানো হয়। সভায় ৩৩নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিন তারিখ আপাতত স্থগিত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। পরবর্তীতে দিন তারিখ জানিয়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ