Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলেই পরীক্ষার অনুমতি পেলেন সোহেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কাশিমপুর কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি সোহেল মৃধা। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার পরীক্ষা গ্রহণের আদেশ দেন। সোহেল মৃধা তিতুমীর কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মোদী বিরোধী আন্দোলনের সময় মতিঝিল থেকে গ্রেফতার হন তিনি। কারাগারে থাকা অবস্থায় তার পরীক্ষার সময়সূচি ঘোষণা করে ঢাকা বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে তার পরীক্ষা শুরু হবে। তার জামিন আবেদনের শুনানি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর তার পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম কারাবিধি অনুযায়ী পরীক্ষা গ্রহণের আবেদন করেন। গতকাল আবেদনের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম, মো. পারভেজ ও এএইচএম মঞ্জুরুল কবির মাসুদ শুনানি করেন।

শুনানি শেষে বিচারক কারা কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণে ব্যবস্থা নিতে আদেশ দেন। আদেশের কপি ঢাকা বিশ্ববদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, তিতুমীর কলেজের অধ্যক্ষ এবং বাংলা কলেজের কেন্দ্র তত্ত্বাবধায়ককে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। শাপলা চত্বরে সেই মিছিল থেকে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসব নেতাকর্মীর মধ্যে সোহেল মৃধার জামিন আবেদন হাইকোর্টে একবার নামঞ্জুর হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ