বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোলাসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবছর ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৪শ’ ৯৯ জন পরীক্ষার্থী।
জেলার ৭টি উপজেলায় মোট ৪৬টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীদের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এদের মধ্যে ২৩টি কেন্দ্রে বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে ১৫ হাজর ৩শ’ ৪ জন এসএসসি, ১৫টি কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৬ হাজার ৫শ’ ১৬ জন দাখিল ও ৮টি কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ১ হাজার ৬শ’ ৭৯ জন কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, এবছর ভোলা সদর উপজেলায় ১০ টি কেন্দ্রে মোট ৬ হাজার ৩শ’ ৭২ জন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়াও দৌলতখান উপজেলায় ৫ টি কেন্দ্রে মোট ২ হাজার ১৫ জন, তজুমদ্দিন উপজেলায় ৩ টি কেন্দ্রে মোট ৯শ’ ৯৮ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৫ টি কেন্দ্রে মোট ২ হাজার ৫শ’ ৬০ জন, লালমোহন উপজেলায় ৭ টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪শ’ ৪৭ জন, চরফ্যাশন উপজেলা ১২ টি কেন্দ্রে মোট ৬ হাজার ৩শ’ ৪৫ জন এবং মনপুরা উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ৭শ’ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।