পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কমিটি গঠনে স্বজনপ্রীতি, নিষ্ক্রিয়দের পদায়ন, নির্ধারিত মেয়াদের প্রায় দুই বছর পরও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না করা ও তৃণমূল গোছাতে ব্যর্থতার কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির শীর্ষ নেতাদের প্রতি অসন্তুষ্ট বিএনপির হাইকমান্ড। বার বার তাগাদা দিয়েও সংগঠনকে গতিশীল করতে না পারায় এবার সংগঠনে কমানো হচ্ছে তাদের ক্ষমতা। তৃণমূল ও উপজেলা কমিটি গঠনে এবার সর্বোচ্চ ক্ষমতা দেয়া হচ্ছে বিভাগীয় সাংগঠনিক টিমকে। কমিটি গঠনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের কোন ধরণের বাধা, প্রতিবন্ধকতা থাকলে জানাতে বলা হয়েছে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়, এতোদিন বিভাগীয় টিমগুলো কর্মীসভার পর জেলা এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে, সমন্বয় করে উপজেলা-পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হতো। কিন্তু এবার এই তৃণমূল পুনর্গঠনে সম্পূর্ণ ক্ষমতা দেয়া হচ্ছে বিভাগীয় টিমকে। পাশাপাশি জেলা কমিটি পুনর্গঠনও করবে টিম। এ জন্য সেপ্টেম্বর মাস সময় বেধে দেয়া হয়েছে তাদেরকে। এই সময়ের মধ্যে উপজেলা-থানা-পৌর কমিটির পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে টিমের তত্ত্বাবধানেই মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠিত হবে। তবে যেসব জেলা-মহানগর কমিটি বর্তমানে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় অথবা সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতা বিরাজ করছে-এমন কমিটি এখনই পুনর্গঠনে কাজ করবে সংশ্লিষ্ট টিম। সেখানে আহ্বায়ক কমিটির প্রস্তাবনা তৈরি করে কেন্দ্রে জমা দেবেন টিম প্রধানরা।
জানা যায়, গত বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সাংগঠনিক টিম প্রধানদের সাথে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়াল বৈঠক হয়। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু টিম প্রধানের সাথে এককভাবে কথা বলেন। ১২টি বিভাগীয় সাংগঠনিক টিমের মধ্যে সেদিন ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা-এই ৫টি সাংগঠনিক টিমপ্রধানদের সাথে বৈঠক হয়। বৈঠকে তিনি কমিটি গঠন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, প্রতিবন্ধকতা, সংগঠন গতিশীল করতে সমস্যাসহ সার্বিক বিষয়ে তাদের কাছ থেকে শুনেন। বৈঠকে টিম প্রধানরা সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক পুনর্গঠনের অগ্রগতি ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। একইসঙ্গে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তারা। তাদের কথা শেষ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত প্রধান টিম প্রধানদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাসের মধ্যে তৃণমূলের সকল কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশ দেন। একইসাথে এই কাজ করতে গিয়ে যে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কেউ করলে সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাতে এবং তার কাছে কমিটি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে একাধিক নেতা জানান। চলতি সপ্তাহেই বাকি টিমপ্রধানদের সাথে বিএনপির হাইকমান্ডের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা জানান, টিম প্রধানদের সাথে বৈঠক হলেও সেই বৈঠকে সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা শীর্ষ নেতাদের কাউকেই সেখানে রাখা হয়নি। এমনকি বিগত কয়েকমাস ধরে শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করার জন্য সময় চাইলেও সময় পাচ্ছেন না। এমনকি কোন কোন শীর্ষ নেতার সাথে যোগাযোগও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
২০১৬ সালের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর গত বছরের ২৮ জুলাই বাবু করোনায় মৃত্যুবরণ করলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। পরবর্তীতে মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় স্বেচ্ছাসেবক দলের ১৮৬ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করে বিএনপি। এরপর উপজেলা-থানা-পৌর শাখার কমিটি গঠন তথা তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ওই বছরের ২৯ সেপ্টেম্বর সহ-সভাপতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের ১২টি সাংগঠনিক টিম গঠন করা হয়।
স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, এসব টিমের তত্ত্বাবধানে সারাদেশের ৯৪০টি ইউনিটের (উপজেলা-থানা-পৌর) মধ্যে ইতোমধ্যে ৪৩০টির মতো শাখায় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় দফতরে ৩০টির মতো কমিটি জমা রয়েছে। আর দেড়শ’টির মতো ইউনিটে কর্মীসভা হলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা এখনও কমিটি জমা দেননি। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের সারাদেশে ৮১টি সাংগঠনিক জেলার প্রায় সবক’টিতেই পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এর মধ্যে ১২/১৩টিতে রয়েছে আহ্বায়ক কমিটি। একমাত্র কক্সবাজারে আংশিক কমিটি রয়েছে, তবে সেটার কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।