Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গিলানি পরিবারের বিরুদ্ধে কাশ্মীর পুলিশের মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জম্মু—কাশ্মীরের নেতা সৈয়দ আলি শাহ গিলানির লাশ পাকিস্তানের পতাকায় মুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি শেষ যাত্রায় ভারতবিরোধী সেস্নাগান দিয়েছে বলেও খবর প্রকাশ করা হয়েছে। এতে, অল পার্টিস হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন চেয়ারম্যানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের পুলিশ। কাশ্মীর পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এবং সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমাধিস্থ করার আগে গিলানির লাশ ঢেকে দেওয়া হয় পাকিস্তানের পতাকা দিয়ে। এরপর ভারতবিরোধী সেস্নাগান দেওয়া হয়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। প্রসঙ্গত, গত বুধবার ৯১ বছর বয়সে মৃত্যু হয় কাশ্মীরের এই নেতার। তারপর থেকেই কাশ্মীরজুড়ে চাপা উত্তেজনার পরিবেশ বজায় ছিল। পরদিন কড়া নিরাপত্তার মধ্যে দাফন সম্পন্ন হয় তার। শুক্রবার পর্যন্ত পুরো উত্তর কাশ্মীর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। মোতায়েন করা হয় নিরাপত্তারক্ষী। উপত্যকাজুড়ে মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। গিলানির পরিবারের অভিযোগ, তাদের কাছ থেকে জোর করে গিলানির লাশ কেড়ে নেয় পুলিশ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাশ্মীর পুলিশ। বরং, নিরাপত্তার বেষ্টনীর ফাঁক গলিয়েও বিচ্ছিন্নতাবাদীরা গিলানির দেহের ওপর পাকিস্তানের পতাকা মুড়ে দেয় বলে অভিযোগ। জম্মু—কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, গিলানির মৃত্যুকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সতর্ক ছিল প্রশাসন। পুলিশদের উসকানি দিতে গিলানির পরিবারের সদস্যরা দেশবিরোধী সেস্নাগান দেয়। জি নিউজ, সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ