Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানিকে সমন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৬ পিএম

পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) একটি আদালত সমন পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও অন্য কয়েকজন নেতাকে। আগামী ২৬ শে সেপ্টেম্বর তাদেরকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তৃত্বের অর্থাৎ পদের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। রাওয়ালপিন্ডির এনএবি একটি ফাইল রেফারেন্স দাখিল করেছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারুক আওয়ান, ইউনিভার্সাল সার্ভিসেস ফান্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ আশের সিদ্দিকী, মাইডাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইনাম আকবার, ইউনিভার্সাল সার্ভিসেস ফান্ডের সাবেক সচিব সৈয়দ হাসান শেখ ও প্রো আইটির সাবেক ব্যক্তিগত সহকারী মুহাম্মাদ হানিফের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তারা অবৈধ উপয়ে মেসার্স মাইডাস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রচারণায় পদের অপব্যবহার করেছেন। এতে জাতীয় অর্থনীতির লোকসান হয়েছে। এ অভিযোগে জবাবদিহিতা আদালতের বিচারক মুহাম্মদ আরশাদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন এবং ইউসুফ রাজা গিলানি ও অন্যদেরকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। এনএবি আরো একটি দুর্নীতির রেফারেন্স জমা দিয়েছে।

তাতে দেশটির বড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বড় অংকের অর্থনৈতিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গিলানিকে সমন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ