Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাইক আরোহী, আহত ১

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ৮:২৩ এএম

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর ২জন নিহত অপর একজন গুরুতর আহত হন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৪সেপ্টেম্বর) রাত নয়টার সময় ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় ১টি মোটর সাইকেল যোগে পঞ্চগড় থেকে ৩জন ঠাকুরগাঁও শহরে আসছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে তাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।অপরজনের অবস্থার মারাত্মক অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দালউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল(২২)। আহত ব্যক্তি হলেন পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)।

সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ