Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার পর ছুরি ও কাঁচি বিক্রি বন্ধ নিউজিল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

নিউজিল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেট সাময়িকভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দিয়েছে। স্থায়ীভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দেয়া হবে কিনা সেটিও ভাবছে তারা। শুক্রবার সেখানে ছুরি দিয়ে সন্ত্রাসী হামলার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি নিউ লিনের কাউন্টডাউন সুপারমার্কেটে ছুরি দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ছয়জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় ৩২ বছর বয়সী হামলাকারী। কাউন্টডাউনের করপোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার কিরি হানিফিন বলেছেন, সুপারমার্কেট চেইন সাময়িক সময়ের জন্য তাদের তাক থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। এখন আমরা চিন্তা করছি এসব পণ্যের বিক্রি অব্যাহত রাখবো কিনা। আসলে আমাদের টিমের প্রতি সাপোর্ট দেখাতেই এমন সিদ্ধান্ত। হানিফিন বলেন, বিশেষ করে গতকালের ঘটনার পর আমরা চেয়েছি আমাদের টিম যখন কাজে আসবে তখন যেন তারা নিরাপদ বোধ করে। আমাদের টিম একটি পরিবার এবং যখন আমাদের একটি দোকানে আঘাত আসে, তখন আমাদের সবার ওপর আঘাত আসে। তিনি বলেন, আমরা আমাদের ক্রেতাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমাদের সুপারমার্কেট কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছেন এবং গত রাতে এবং আজ আমাদের সহায়তার বার্তা পাঠিয়েছেন। নিউজিল্যান্ড হেরাল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ