Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁটা দিয়ে কাঁটা তুলবে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে যৌথ আয়োজক ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দেশের মাটিতে ফাইনালে প্রতিবেশী দেশটিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সময় যত গড়িয়েছে, অস্ট্রেলিয়ায় মাটিতে নিউজিল্যান্ডের জন্য জয় যেন সোনার হরিণ হয়ে উঠেছে। এখানে জয় নেই প্রায় এক যুগ ধরে। তাতে হাতছাড়া হয়েছে ঐ বিশ্বকাপ জেতার সুযোগও। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গোটা আসরই যেহেতু এই দেশে, কেন উইলিয়ামসের মনে কোনো সন্দেহ নেই খরা এবার কাটবে। সেই কাজটা নিউজিল্যান্ড অধিনায়ক করতে চান নিজেদের প্রথম ম্যাচেই, অস্ট্রেলিয়াকে হারিয়ে।
তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ায় ২০১১ সালে সবশেষ কোনো জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সেবার সিরিজের দ্বিতীয় টেস্টে তারা জিতেছিল ৭ রানে। এই দেশে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলে হারতে হয়েছে সবকটিতেই। বিশ্ব সেরার মঞ্চে মূল পর্বে ‘১’ নম্বর গ্রুপে আজ সিডনিতে মুখোমুখি হবে তাসমান সাগর পাড়ের দুই দেশ। এই ম্যাচের আগে উইলিয়ামসনের সংবাদ সম্মেলনে উঠে এলো দেশটিতে তাদের বিবর্ণ রেকর্ডের কথা। ডানহাতি এই ব্যাটসম্যান অবশ্য জানালেন, আগে কী হয়েছে তা নিয়ে না ভেবে তাদের ভাবনায় আছে শুধু সুপার টুয়েলভের প্রথম ম্যাচ, ‘(দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে জয় না পাওয়া নিয়ে) আমরা খুব বেশি ভাবিনি। নিঃসন্দেহে সেই ম্যাচগুলোর বেশিরভাগই অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল, যারা খুব শক্তিশালী একটা দল। এখানে বিশ্বকাপের মঞ্চে এসেছি এবং বিভিন্ন মাঠে বিভিন্ন দলের বিপক্ষে খেলব। আমাদের মৌলিক ব্যাপারগুলোতে অটল থাকতে হবে। নিজেদের ক্রিকেটের ধরন যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
চেনা কন্ডিশন ও নিজেদের দর্শকদের সামনে খেলবে বলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে অস্ট্রেলিয়া। তবে উইলিয়ামসন মনে করেন, স্বাগতিকদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তার দলের, ‘তারা ভালো দল। এখানকার কন্ডিশন ভালো করেই জানে। ঘরের মাটিতে খুব ‘ক্লিনিক্যাল’ এবং এখানে বেশিরভাগ মাঠেই তারা খেলেছে, যা বলে দিচ্ছে এই ম্যাচে তাদের অবস্থানটা কোথায়। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা জানি যে, আমাদের দলে অনেক ম্যাচ উইনার আছে এবং দলটি লড়াইয়ের জন্য উন্মুখ। গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটি ভালো ম্যাচ ও বেশ কয়েকটি ভালো সিরিজ খেলেছি এবং আমার ধারণা, সাম্প্রতিক সময়ে গত (টি-টোয়েন্টি) বিশ্বকাপেই সম্ভবত সবশেষ এমনটা দেখে গেছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসর বসেছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালে আগে ব্যাট করে নিউজিল্যান্ড করে ১৭২ রান। আরেকবার তাদের হতাশায় পুড়িয়ে ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওই হারের হতাশা ভুলে এবারের আসরের শুরুটা ভালো করতে চান উইলিয়ামসন। তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে সেটা টুর্নামেন্টে অনেকদূর এগিয়ে যেতে সাহায্য করবে, ‘আগামীকাল (আজ) টুর্নামেন্টে আমাদের প্রথম খেলা। প্রতিটি দলই শুরুটা ভালো করতে চায় এবং মোমেন্টাম পেতে চায়, কারণ এই ধরনের সংক্ষিপ্ত ইভেন্টগুলোতে তা সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরে ভালো লাগছে, ভালো একটা লড়াই হতে যাচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁটা দিয়ে কাঁটা তুলবে নিউজিল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ