Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গোদাগাড়ীতে ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুল শিক্ষকের প্রাণ

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৯ পিএম

রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেসবাহুল ইসলাম ট্রাকের চাকায় পিষ্ট মৃত্যুবরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বাড়ী গোদাগাড়ী পৌরসভার রেলওয়ে বাজার খাদ্য গুদামের পাশে।

শনিবার দুপুর ১২ টার সময় ওই সহকারী শিক্ষক হাটগোবিন্দপুর প্রাইমারী স্কুল থেকে মটর সাইকেল চালিয়ে আসার উপজেলার সরমংলা ব্রিজের উপর পোঁছা মাত্রই পেছন থেকে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের লোকজন প্রথমে গোদাগাড়ী ৩১শয্যা হাসপাতালে ভর্তি করেন, অবস্থা আশংকাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, বাবা,মাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এলাকাবাসীরা জানান, তিনি বায়তুর রহমান জামে মসজিদের ৫ ওয়াক্তের মুসল্লি ছিলেন। তিনি খুব সহজ, সরল, ধার্মিক, নরম ও সাদা মনের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় বাতাস ভারী হয়ে উঠে, সবাই যেন সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ