Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউইদের উড়িয়ে টানা দ্বিতীয় জয়, টাইগারদের অভিনন্দন নেটিজেনদের

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ২:২৩ পিএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় ঘরে তোলায় অভিনন্দনে ভাসছেন টাইগাররা। কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজের ২য় ম্যাচে জয়লাভ করায় সামাজিক মাধ্যমে টাইগারদের অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই হোয়াইট ওয়াশের আশাবাদ ব্যক্ত করে টাইগারদের জন্য শুভ কামনা করেন।

প্রথম ম্যাচ একপেশে হলেও আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচটি টানটান উত্তেজনায় মোড়ানো ছিল। মাহমুদউল্লাহ বাহিনীর পর দারুণ ব্যাটিং করে টম লাথামের দলও। তবে শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টাইগারদের জয়ে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে গাজী শামিম রেজা লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ টিম। সিরিজের দ্বিতীয় ম্যাচে পরাশক্তি নিউজিল্যান্ড টিমকে ৪ রানে পরাজিত করে ২-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। যদিও শেষ বুক ধড়ফড় করছিলো কিন্তু মুস্তাফিজুর রহমানের প্রতি বিশ্বাস ছিলো। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে টি-টুয়েন্টি বিশ্বকাপ রাঙিয়ে দাও।’’

মোহাম্মাদ মোতাছিম লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ টিম! নিউজিল্যান্ড টিমকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া পুরস্কার এর মত কিছু কাপ, প্লেট সান্তনা পুরস্কার হিসেবে দেয়ার দাবি জানাচ্ছি।’’

টাইগারদের শুভেচ্ছা জানিয়ে মোঃ রুবেল মল্লিক লিখেছেন, ‘‘জয়ের ধারা অব্যাহত থাকুক। সাকিব, মুশফিক, ফিজদের হাত ধরে বাংলাদেশে বিশ্বকাপ আসুক আরেকটি বাংলাওয়াশের অপেক্ষায় আছি।’’

শাহ মুস্তাক আহমেদ লিখেছেন, ‘‘সিরিজের বাকি ৩ ম্যাচের ২ ম্যাচ জিতলেই দঃ আফ্রিকাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ ৫ নাম্বারে উঠে আসবে বাংলাদেশ। ইনশাআল্লাহ বাকি ৩ ম্যাচই আমরা জিতব। বাংলাওয়াশ লোডিং।’’

স্বর্ণালী আক্তার লিখেছেন, ‘‘আবারো বাঘের গর্জনে নাস্তানাবুদ কিউইরা। অভিনন্দন বাংলাদেশ টাইগার বাহিনী।’’

 



 

Show all comments
  • Naaz Islam ৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:১১ পিএম says : 0
    বেটারদের আরও দায়িত্বশীল হতে হবে ৷ বোলারদের কাঁধে চড়ে সামনের ম্যাচগুলো জেতা কঠিন হবে !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইগার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ