নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবার টস জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং। টস জিতলে ব্যাটিং নিতে বলে জানান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিকাল চারটায় শুরু হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলদেশ দলে নেই কোনো পরিবর্তন।
হার দিয়ে সিরিজ শুরু করা নিউজিল্যান্ড দলে এনেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনারের বদলে একাদশে এসেছেন হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
গত মার্চে বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বেনেট। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২৩ বছর বয়সী পেসার সিয়ার্সের।
মিরপুরের উইকেট এমনিতেই টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। আবহাওয়ার জন্য উইকেট হয়ে গেছে আরও কঠিন। স্পিন মঞ্চে প্রথম ম্যাচে স্রেফ ৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশ জিতে যায় ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখে।
ঐ জয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আজ জিতলে টাইগাররা কিউইদের বিপক্ষে ব্যবধান বাড়ানোর পাশাপাশি র্যাংকিংয়ে টেবিলে উঠে আসবে ষষ্ঠ স্থানে।
আগের দিন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের অভ্যাস ধরে রাখা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। আসন্ন টুর্নামেন্ট খেলার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে তারা বাড়িয়ে নিতে চান আত্মবিশ্বাস।
দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : রাচিন রবীন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ পেটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।