Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ২:২৫ পিএম

রামগড়ে ১০মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ জোয়ানরা। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এএসআই মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় র্ফোস সহায়তায় পাকলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামীর বাড়ী রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপি'র পাকলাপাড়া গ্রামের স্বামী- জাহাঙ্গীর আলম এবং পিতা- মোঃ নুরুল ইসলাম এর মেয়ে পারভীন আক্তার(২৪)।

রামগড় থানা অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান এ প্রতিনিধিকে বলেন,শুক্রবার গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালে মারামারি'র দন্ডবিধি আইনে মামলা-৩, তাং- ২৬,১২,২০২১ইং, মূলে জিয়ার ৪৩০/২০১৬ রয়েছে। এই মামলায় তার ১০ মাসের সাজা দেন বিজ্ঞ আদালত। সাজা প্রাপ্ত হওয়ার পর অনেকদিন সে পলাতক ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ