Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রোটন পাম্প ইনহিবিটরের যথেচ্ছ ব্যবহার নয়

| প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

পাকস্থলি সমস্যায় ব্যবহৃত বহুল প্রচলিত কিছু ওষুকে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই নামে ডাকা হয়। যেমন-ওমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যানটোপ্রাজল ও রেবিপ্রাজল ইত্যাদি। আমাদের দেশে এর সবই সহজ লভ্য। মানুষের সুস্থতায় এদের অবদান অনেক।

পাকস্থলি বা খাদ্য নালীতে ঘা ও তার পরবর্তী সমস্যাগুলো যেমন রক্তবমি, খাদ্য পানীয় চলাচলের পথ চিকন হতে হতে বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি নিয়ন্ত্রণে আছে পিপিআইর ব্যবহার। এর অর্থ প্রোটন পাম্প ইনহিবিটর, যা কিনা পাকস্থলিতে হাইডক্লোরিক এসিড ক্ষরণে বাঁধা দেয়।

পিপিআইর ব্যবহার :
১) পেপটিক আলসার
২) গ্যাস্ট্রাইটিস
৩) রিফ্লাক্স ইসোফেজাইটিস
৪) হেলিকোব্যাকটার পাইলোরি নির্মূল
৫) ব্যথার ওষুধের সাথে
৬) ডিসপেপসিয়া ইত্যাদি

প্রত্যেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া থাকতে পারে, যা পরিমাণ ও ব্যবহারের দীর্ঘ মেয়াদের উপর নিভর্রশীল। পিপিআইরও এটা আছে। সম্প্রতি গবেষণায় যোগ হয়েছে ভীতিকর কিছু রোগ-ব্যধি।
অষ্ট্রেলিয়ার এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে পিপিআই’র যথেচ্ছ ব্যবহারের কিছু সমস্যা:-

১) দীর্ঘ মেয়াদী কিডনি রোগ-৫০%
২) স্বল্প মেয়াদী কিডনি রোগ-১৫%
৩) নেফ্রাইটিস
৪) ম্যাগনেসিয়াম কমে যাওয়া
৫) হার্ট এটাক-১৬%
৬) হাড় ভেঙে যাওয়া ৩৩% ইত্যাদি,
এ ছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া :
১) মাথাব্যথা
২) পেট ফাঁপা
৩) হেপাটাইটিস
৪) পেটে ইনফেকশন
৫) পুরুষের স্তন ফুলে যাওয়া
৬) মুখে শুষ্কতা
৭) মানসিক সমস্যা
৮) কষা বা পাতলা পায়খানা ইত্যাদি

ইচ্ছেমত পিপিআই খাবার দিন মনে হয় শেষ হয়ে এসেছে। ইউএসএর এফডিয়ের নির্দেশনা- বছরে ছয় সপ্তাহের বেশি নয়। আমাদের উচিৎ হবে চিকিৎসকের পরামর্শ মত ওষুধের ডোজ ও মেয়াদ নির্ধারণ করা।

প্রফে. ডা. এ কে এম মোখলেছুজ্জামান
কনসালটেন্ট মেডিসিন।
ঢাকা। মোবাইল : ০১৭৬৭৮৭৯২৭৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রোটন পাম্প ইনহিবিটর
আরও পড়ুন