Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

উড়ন্ত ড্রোনটি গিলে ফেলল কুমির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ এএম

বিশাল হাঁ করে একটি উড়ন্ত ড্রোন গিলে ফেলে কুমির। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কুমিরের হাঁ করা মুখের কোলাজ একটি ফটো তোলার জন্য ড্রোন উড়াচ্ছিলেন পর্যটনপ্রেমীরা। এসময় ঘটে এই ঘটনা। বুধবার টুইটারে ভিডিওটি শেয়ার করেন ড্রোন কোম্পানি থ্রিডিআরের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ক্রিস অ্যান্ডারসন। গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ওই ভিডিওটি রিটুইট করলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বিলে কুমিরের মাথার ওপর দিয়ে উড়ছে ছোট একটি ড্রোন। কুমিরটি হঠাৎ মাথা উঁচিয়ে ড্রোনটি গিলে ফেলে। ধারণা করা হচ্ছে, কুমিরের পেটে গিয়েই ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। কারণ ভিডিওতে কুমিরের মুখ থেকে ধেঁায়া বেরোতে দেখা গেছে। ড্রোনের অপারেটর জানিয়েছেন, তিনি সেটি দিয়ে কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করছিলেন। তার ধারণা ছিল, সেন্সরগুলোর সাহায্যে ড্রোনটি কুমিরের কাছ থেকে নিরাপদ দূরত্বেই থাকবে। কিন্তু ড্রোনটি দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়েই এই ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত ওই কুমিরটির কী হয়েছে তা জানা যায়নি। এদিকে ভিডিওটি দেখে কোনও প্রাণির আশপাশে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই এ ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ