মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এ আইনটিতে ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। বাইডেন বলেন, এই আইন চরমভাবে মানবাধিকার লংঘন করেছে। নতুন এ আইনের নিন্দা জানিয়ে নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, এই আইন স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে। বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট ৫—৪ ভোটে আইনটি বাতিল করার আবেদন খারিজ করে দেন। আইন অনুযায়ী, যদি কোনো চিকিৎসক ছয় সপ্তাহের বেশি বয়সি ভ্রূণের গর্ভপাত ঘটান, তবে তার বিরুদ্ধে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবেন। চিকিৎসক এবং নারী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো এই আইনের তীব্র সমালোচনা করছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।