Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার সীমান্তে সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক

বিজিবি’র পৃথক পৃথক অভিযান

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৭:২০ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫৫ হাজার ৮ শত ৯৭ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বিওপি’র নায়েব সুবেদার মোঃ রেফায়েত উল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাতলাবন সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বিজিবি জোয়ানরা পাতলাবন নামক স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরণের তেল, টুথপেষ্ট, বিস্কুট, স্কীন সাইন ক্রীম ও চকলেট আটক করে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৮৯ হাজার ৮ শত ২২টাকা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপি’র হাবিলদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দার লেঙ্গুড়া সীমান্ত এলাকা থেকে বাসযোগে দুর্গাপুরে যাওয়ার পথে ফান্দা বাজার নামক স্থানে বাস থামিয়ে তল্লাশী করে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পার্ক ও কিটকাট চকলেট আটক করা হয়। যার সিজার মূল্য ৬৬ হাজার ৭৫ টাকা। আটককৃত এ সকল মালামাল বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ