পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে দলীয় নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে সরকার দলীয় নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে এক সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি সেনা অফিসার কর্নেল জানজুয়াকে হত্যার মধ্যদিয়ে চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে শত্রুমুক্ত করেছেন। এটাই ইতিহাস। এরপর ডা. শাহাদাতের নেতৃত্বে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া মহিলা দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনও দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
বগুড়া ব্যুরো জানায়, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের মাধ্যমে বগুড়ায় বিএনপি পালন করেছে দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদরের সংসদ সদস্য জি এম সিরাজ।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মহানগর ও জেলা বিএনপি গতকাল বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বরিশাল ব্যুরো জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মুজিবুর রহমান সারোয়ার বলেছেন, বর্তমান সরকারের জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হননি। দেশে কোন গণতন্ত্র নেই। যেকারণে বরিশালে এখন অনেক ঘটনা ঘটছে। বরিশালের উন্নয়ন হয় না, রাস্তাঘাট বেহাল। গতকাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে এসব কথা বলেন তিনি। নগর বিএনপির সভাপতি মুজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার। এদিকে একই সময় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, গতকাল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে। সকাল ১১টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
মাগুরা থেকে স্টাফ রিপোর্টার জানান, মাগুরা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। গতকাল দুপুরে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে ভায়না দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান খানসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
লালমনিরহাট জেলা সংবাদদাতা জানান, গতকাল দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের নানা সমালোচনা করে বলেন, জিয়ার কবর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তা অমানবিক ও অযৌক্তিক। জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবাক কমিটির সদস্য মনিরুল ইসলাম নুপুর প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের সিলমী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল আলম খোকা। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,আলোচনা সভা ও, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএন'ির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার ও সরকারের মন্ত্রীদের মনে হয় আর কোন কাজ নেই। তারা সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। তাদের এই অপরাজনীতি বন্ধ করতে হবে। গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সভাপতিত্ব করেন।
পাবনা জেলা সংবাদদাতা জানান, গতকাল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহরের বিএনপি কার্যালয়ে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, গতকাল সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, গতকাল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে দলীয় কার্যালয়ে থানা, পৌর ও জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সামছুল হক।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপির এক আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে দাউদকান্দি পৌর বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।